Trade License No. :  157933
BIN :  003976665-0101

About Aaurhi

        বাংলাদেশের অসংখ্য গ্রামীণ নারী বিভিন্ন কৃষিজ এবং হস্তশিল্প উৎপাদন করে থাকেন। কিন্তু পর্যাপ্ত প্রশিক্ষণ বাজার সম্পর্কে যথাযথ ধারণা না থাকায় তাদের পাদিত পণ্য বিক্রয় বাজারজাত করতে নানা সমস্যার সম্মুখীন হন, বঞ্চিত হন ন্যায্য মূল্য থেকে। তাদের জন্য একটি যথাযথ ন্যায্য বাণিজ্য ব্যবস্থা তৈরি করবার অঙ্গীকার নিয়ে একশনএইড বাংলাদেশের একটি উদ্যোগ হিসাবে কাজ করছে ‘আউড়ি’।

‘আউড়ি’র মাধ্যমে নারী কৃষক এবং ছোট-মাঝারী উদ্যোক্তারা তাদের পণ্য সরাসরি গ্রাহকদের কাছে বিক্রি করতে পারেন। ‘আউড়ি’র প্রধান উদ্দেশ্য হলো বর্তমান বাজারে নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ এবং তাদের ন্যায্য লাভ অর্জনে সহায়তা করা। গ্রাহক এবং নারী উদ্যোক্তাদের মধ্যে নিরাপদ খাদ্য এবং কৃষি ভিত্তিক পণ্য বাজারজাত করার ক্ষেত্রে ‘আউড়ি’ একটি সেতু হিসেবে কাজ করে থাকে।

কৃষিজাত পণ্য ছাড়াও আউড়ির রয়েছে হস্তশিল্পের পণ্য এবং সম্পূর্ণ অর্গানিক খাবার দ্বারা সমৃদ্ধ একটি কফি কর্নার। 

payment banner